অর্থনীতি আন্তর্জাতিক জীবনধারা টেকনোলজি ব্রেকিং রাজনীতি সেবামূলক কাজ

চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তি হিসেবে তিব্বতে বৈদ্যুতিক ট্রেন চালু

আন্তর্জাতিক সংবাদ:   তিব্বতের হিমালয় সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক ট্রেন চালু করেছে চীন। শুক্রবার (২৫ জুন) তিব্বতের রাজধানী লাসা থেকে সিচুয়ান প্রদেশের শহর নিংচি পর্যন্ত এ বুলেট ট্রেনের উদ্বোধন করে বেইজিং।

৪৩৫.৫ কিলোমিটার লাসা-নিংচি বৈদ্যুতিক রেল চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তি হিসেবে উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছে বেইজিং। এটি তিব্বতে প্রথম কোনো বৈদ্যুতিক ট্রেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়, কিনহাই-তিব্বতের পর সিচুয়ান-তিব্বত রেলপথটি তিব্বতের দ্বিতীয় কোনো রেলপথ। আর বৈদ্যুতিক রেলপথ হিসেবে প্রথম। এছাড়া এটি চীনের প্রথম কোনো সিঙ্গেল লাইন বৈদ্যুতিক রেলপথ।

জানা গেছে, নতুন এই বৈদ্যুতিক ট্রেনের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার। রেলপথে ৪৭টি টানেল এবং ১২০টি সেতু রয়েছে। রেলপথটি ব্রহ্মপুত্র নদীকে ১৬ বার অতিক্রম করেছে। রেলপথটির দৈর্ঘ্যের প্রায় ৭৫ শতাংশই টানেল। লাসা ও নিংচির মধ্যে সংযোগস্থাপনকারী এ রেলপথের কাজ শুরু হয়েছিল ২০১৪ সালে।

Related posts

‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা’ পেলেন ৯ জন শিক্ষক

Mims 24 : Powered by information

বঙ্গবন্ধুর খুনি মোশতাকের ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

razzak

একদিনে সবচেয়ে বেশি মৃত্যু দেখলো অস্ট্রেলিয়া

razzak

Leave a Comment

Translate »