আন্তর্জাতিক জাতীয় জীবনধারা বাংলাদেশ বিনোদন ব্রেকিং যুক্তরাষ্ট্র

কান উৎসবে রেড কার্পেটে হাটবে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন

বিনোদন সংবাদ:   বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় সিনেমার নাম ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী আজমেরী হক বাঁধন  খবরটি নিশ্চিত করেন গণমাধ্যমকে। তিনি  বলেন, ‘গতকাল একটা কনফারমেশন মেইল পেলেও আজ (২৪ জুন) বেলা ৩টার সময় আমরা পাসপোর্ট হাতে পেয়েছি। যেটি পাওয়ার আগপর্যন্ত আমরা আসলে নিশ্চিত ছিলাম না- যাওয়া হবে কি হবে না। ভাগ্যিস আগে থেকেই টিকিট কাটা ছিলো।’

আরও বলেন, ‘ভিসা পাওয়ার পর এখন আমি আরও নার্ভাস। এতদিন বিষয়টি ছিলো কাগজে-কলমে। আর এখন আমি সত্যি সত্যি কান উৎসবে যাচ্ছি। সেখানে আমাদের ছবিটির প্রিমিয়ার হবে। রেড কার্পেট হাঁটবো। আমি বিশ্বাস করতে পারছি না। ব্যাগ কী গুছাবো, আমার কান্নাই থামছে না এখন।’

জানা গেছে, কানে পৌঁছানোর পর ১০ দিন পুরো টিম থাকবে কোয়ারেন্টিনে।

নির্মাতা সাদ তার প্রেস নোটে বলেন, ‘১৬ জুলাই ঊন সের্তেই রিগার্তে বিভাগের অ্যাওয়ার্ড ডিক্লারেশনের সময় বাংলাদেশ থেকে অডিয়েন্সে থাকবো আমরা ৮ জন। নার্ভাস থাকবে বাঁধন, সাউন্ড ইঞ্জিনিয়ার শৈব, কালারিস্ট চিন্ময়, প্রোডাকশন ডিজাইনার উজ্জ্বল, সিনেমাটোগ্রাফার তুহিন, কো প্রোডিউসার মহাজন, একজিকিউটিভ প্রোডিউসার বাবু আর রাইটার ডিরেক্টর আব্দুল্লাহ মোহাম্মদ সাদ।’

জানা গেছে, এবার সারা পৃথিবীর আড়াই হাজার ফিল্ম থেকে কম্পিটিশনে জায়গা পেয়েছে মাত্র ৪৪টি। এর মধ্যেই একটি হলো বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’। যার মাধ্যমে প্রথমবার কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের কোনও ছবি স্থান পেলো।

বাঁধন জানান, ১৮ জুলাই দেশে ফিরছেন তারা। সঙ্গে থাকতেও পারে ‘রেহানা মরিয়ম নূর’-এর সুবাদে নতুন কিছু অর্জন। সিনেমা থেকে যা আজও পায়নি বাংলাদেশ।

এবারের উৎসব শুরু হচ্ছে ৬ জুলাই। শেষ হবে ১৭ জুলাই।

Related posts

যুদ্ধটা অনন্তকাল চালিয়ে যেতে চাইনি : বাইডেন

razzak

নারী হয়েও পুরুষের বেশে ৩৬ বছর পার

razzak

কুড়িগ্রামে নির্বাচনী মাঠে ২ সতীনের লড়াই

razzak

Leave a Comment

Translate »