খেলার সংবাদ: বাংলাদেশি হয়ে এই প্রথম ঘরোয়া ফুটবলে অভিষেক হলো এলিটা কিংসলের। বসুন্ধরা কিংসের জার্সিতে বাংলাদেশি হয়ে প্রথমবার মাঠে নেমেই গোল পেলেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। আজ (শনিবার) প্রিমিয়ার ফুটবল লিগে রহমতগঞ্জের বিপক্ষে বসুন্ধরার ২-১ গোলে জেতার পথে অবদান রাখার সঙ্গে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর দাবিও জানিয়ে রাখলেন কিংসলে।
আন্তর্জাতিক ফুটবলের জন্য দেড় মাসের বিরতি কাটিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফের প্রিমিয়ার লিগ শুরু হলো। আর সেই ফেরাটা জয় দিয়ে রাঙানো বসুন্ধরা এ নিয়ে টানা আট ম্যাচ জিতলো। ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই আছে অস্কার ব্রুজনের দল। অন্যদিকে এটি রহমতগঞ্জের অষ্টম হার। আগের ১৪ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।
বাংলাদেশি মেয়ে লিজাকে বিয়ে করা কিংসলে গত মার্চে পান বাংলাদেশের নাগরিকত্ব। আর দিনকয়েক আগে পেয়েছেন জাতীয় পরিচয়পত্রসহ পাসপোর্টও। ফলে বাংলাদেশের ফুটবল আজ ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী হলো। প্রথম কোনও খেলোয়াড় জন্মস্থানের নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশি হয়ে খেলে ইতিহাস গড়লেন!
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম আক্রমণে যায় রহমতগঞ্জ। ডিফেন্ডারদের কাটিয়ে গোলকিপার আনিসুর রহমান জিকোর গায়ে বল মেরে ভালো সুযোগ নষ্ট করেন আইভরি কোস্টের স্ট্রাইকার ক্রিস রেমি। ১৫ মিনিটে প্রথমবার কিংসলের শট এক ডিফেন্ডার ফেরানোর পর ফিরতি বলেই এই ফরোয়ার্ডের শট পা দিয়ে আটকান গোলকিপার রাসেল মাহমুদ লিটন।
২৯ মিনিটে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এগিয়ে যায় বসুন্ধরা। ডান দিক থেকে ব্রাজিলিয়ান ফের্নান্দেজের বাঁ পায়ের ক্রসে কাছের পোস্টে থাকা কিংসলে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন। একটু পর মেহেবুব হাসান নয়নের শট পোস্ট কাঁপিয়ে ফিরলে ম্যাচে সমতা ফেরা হয়নি রহমতগঞ্জের।
তবে ৩৯ মিনিটে আর হতাশ হতে হয়নি, সমতায় ফেরে রহমতগঞ্জ। ডি বক্সের ঠিক ওপর থেকে রেমির নিচু কোনাকুনি শট ডিফেন্ডার ইয়াসিন খানকে বোকা বানিয়ে জাল খুঁজে নেয়।
প্রথমার্ধের যোগ করা সময়ে বসুন্ধরা আবার এগিয়ে যায়। ফের্নান্দেজের ফ্রি কিকে হেডে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল অস্কার বেসেরা। লিগে এই আর্জেন্টাইনের গোল হলো ১৪টি। ১৬ গোল নিয়ে গোলদাতার তালিকায় শীর্ষে তারই কিংস সতীর্থ রবিনিয়ো।
৬০ মিনিটে কিংসলেকে তুলে রবিনিয়োকে নামান ব্রুজন। ৭৪ মিনিটে পোস্টের বাইরে শট নিয়ে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ নষ্ট করেন বক্সে ফাঁকায় থাকা ফের্নান্দেজ। শেষ দিকে অবশ্য অশোভন আচরণের দায়ে লাল কার্ড দেখেন কিংসের ফিনিশ বংশোদ্ভুত কাজী তারিক রায়হান। তাতে অবশ্য ম্যাচে সেভাবে কোনও হেরফের হয়নি। ১০ জন নিয়ে খেলে বসুন্ধরা ২-১ স্কোরলাইন রেখেই মাঠ ছেড়েছে।