অর্থনীতি আন্তর্জাতিক জীবনধারা নারী বিনোদন ব্রেকিং যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে প্রিয়াঙ্কা চোপড়া ভারতীয় রেস্তোরাঁ ‘সোনা’

বিনোদন সংবাদ:   গত মার্চে নিউইয়র্কে ভারতীয় রেস্তোরাঁ খুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এর নাম দেন ‘সোনা’। উদ্বোধনের পরও শুটিং ব্যস্ততার কারণে এতদিন নিউইয়র্কে থাকতে পারেননি অভিনেত্রী। আর তাই খেতে পারেননি নিজের রেস্তোরায়।

এবার প্রথমবারের মতো নিজের রেস্তোরাঁয় খাবারের স্বাদ নিলেন জনপ্রিয় এই হলি-বলি তারকা। লন্ডনের শুটিং শিডিউল শেষ করে বহুদিন পর মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরেন এই অভিনেত্রী। ফিরেই সবার আগে ‘সোনা’তে গিয়ে জমিয়ে পেট ভরে খেলেন তিনি। তার রেস্তোরাঁয় রয়েছে ভারতীয় নানা পদের লোভনীয় খাবার।

ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর সামনে টেবিলে সাজানো রয়েছে একাধিক খাবার। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দ্য আমেজিং সোনা এক্সপেরিয়েন্স, ফাইনালি।’ সঙ্গে হার্ট ইমোজিও জুড়ে দেন তিনি।

চিংড়ির পাকোড়া, চাটনিসহ ধোসা, ফুচকা সাজানো রয়েছে প্লেটে। খাওয়ার সময় প্রিয়াঙ্কাকে সঙ্গ দিয়েছিলেন তার বেশ কজন বন্ধু। তারা সবাই বেশ মজা নিয়েই ফুচকার স্বাদ নেন। অ্যালকোহল দিয়ে পানিপুরির টেস্টি কম্বিনেশনও রয়েছে প্রিয়াঙ্কার রেস্তোরাঁয়।

Related posts

ভিডিওতে ইউক্রেন সেনাদের যুদ্ধাপরাধ

razzak

মালদ্বীপে স্বাস্থ্যকর্মী পাঠাতে চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন

razzak

কাকোরি কোর্মা দিয়ে হোক ঈদের খানাপিনা

Irani Biswash

Leave a Comment

Translate »