আন্তর্জাতিক খেলাধুলা জীবনধারা ব্রেকিং যুক্তরাষ্ট্র সংগঠন সংবাদ

ডাচ ফুটবল টিমের কোচের বিদায়

খেলার সংবাদ: এক বছর আগে বার্সেলোনার দায়িত্ব নিতে রোনাল্ড কোম্যান  নেদারল্যান্ডের কোচের দায়িত্ব ছেড়ে  গিয়েছিলেন । এরপরই দেশটির ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিলেন ফ্র্যাংক ডি বোরকে। কিন্তু দশ মাসের মাথায়ই চাকরি ছাড়লেন তিনি। অবশ্য আগেই তার সঙ্গে চুক্তি ছিল ডাচদের অন্তত ইউরোর কোয়ার্টার ফাইনালে তুলতে হবে তাকে। কিন্তু সেই কাচটিই করতে পারেননি বোর। তাই শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়লেন তিনি।

ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) জানিয়েছে, তাদের সঙ্গে আলোচনা করেই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বোর। গ্রুপ পর্বে অবশ্য তিন ম্যাচেই জিতেছিল নেদারল্যান্ড। কিন্তু শেষ ষোলোয় চেক প্রজাতন্ত্রের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় ডাচদের।

চাকরি ছাড়ার বিবৃতিতে ডি বোর বলেন, ‘আমি জাতীয় দলের কোচ হিসেবে আর থাকব না, নিজের পারফরম্যান্স পর্যালোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছি। আমি যে লক্ষ্যে এসেছিলাম, সেটি পূরণ হয়নি। ২০২০ সালে আমাকে যখন জাতীয় দলের কোচ হতে বলা হয়, তখন আমি ভেবেছিলাম এটা অনেক সম্মানের। পাশাপাশি এটাও জানতাম যে, দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে একটা চাপও চলে আসবে।’

সাবেক এই ডাচ কোচ আরও বলেন, ‘সেই চাপ দিন দিন শুধু বাড়ছেই। যা আমার জন্য ভালো কিছু নয়। বিশেষ করে নেদারল্যান্ডসের আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোকে সামনে রেখে। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে খেলোয়াড় ও সমর্থকদের। ম্যানেজম্যান্টের প্রতিও আমার কৃতজ্ঞতা।’

Related posts

আর্জেন্টিনায় কোকেন সেবনে ২০ জনের মৃত্যু

razzak

কানাডায় বেসবল মাঠ খনন করার সময় প্রথম বিশ্বযুদ্ধের কামান উদ্ধার

Mims 24 : Powered by information

খাদ্য সংকটে আফগানিস্তানে সন্তান বিক্রির হিড়িক

razzak

Leave a Comment

Translate »