আইন ও বিচার আন্তর্জাতিক খেলাধুলা জীবনধারা ব্রেকিং যুক্তরাষ্ট্র সংগঠন সংবাদ

৩০ জুন ছিল বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির শেষ দিন ?

খেলার সংবাদ:   বুধবার ৩০ জুন ছিল বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির শেষ দিন । নতুন চুক্তি হচ্ছে কি না এমন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে পুরো বিশ্বের মেসি ভক্তরা। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে বার্সেলোনা ক্লাবের সভাপতি বুধবার নিজের অফিস বার্সেলোনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের  ‘রিল্যাক্স’ থাকতে বললেন।

বার্সেলোনা ক্লাবের সভাপতি লাপোর্তার এমন সংক্ষিপ্ত উত্তরে বিশ্ব মেসি ভক্তরা শান্ত থাকতে পারছেন না। তারা স্বভাবতই উদ্বিগ্ন হয়ে আছেন। তবে বোদ্ধা মহলের ধারণা মেসি বার্সা ছাড়ছেন এমন সম্ভাবনা আপাতত খুব একটা নেই।

স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, মেসির সঙ্গে এখনো ভালোভাবেই আলোচনা চলছে বার্সেলোনার। বেশ কিছু বিষয়ে সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সবকিছু চূড়ান্ত হলেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। আপাতত আর্জেন্টিনার জার্সি গায়ে কোপা আমেরিকার মিশনেই ব্যস্ত থাকতে চাইছেন মেসি।

Related posts

ইকামা ও ওয়ার্ক ভিসাধারী বাংলাদেশিরা শর্তসাপেক্ষে সৌদি যেতে পারবে

Irani Biswash

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের জয়

Irani Biswash

পশ্চিমবঙ্গের গিদন্তিকার তৈরি ভাইরাস বিধ্বংসী মাস্ক এখন গুগলে

Irani Biswash

Leave a Comment

Translate »