আন্তর্জাতিক খেলাধুলা জীবনধারা ব্রেকিং যুক্তরাষ্ট্র সংগঠন সংবাদ

লা লিগা মৌসুমের প্রথম এল ক্লাসিকোর তারিখ নির্ধারন

খেলার সংবাদ:  লা লিগার ২০২১-২২ নতুন মৌসুমের স্প্যানিশ লিগটি মাঠে গড়াবে ১৫ আগস্ট থেকে। আর উদ্বোধনী দিনেই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ। রিয়ালের প্রতিপক্ষ আলাভেস আর বার্সার প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর।

সান্তিয়াগো বার্নাব্যুতে নির্মাণ কাজ চলতে থাকায় রিয়াল মাদ্রিদ প্রথম তিন ম্যাচ খেলবে ঘরের বাইরে। ঘরের মাঠে তাদের প্রথম ম্যাচ ১২ সেপ্টেম্বর, প্রতিপক্ষ সেল্তা। ঐতিহ্যবাহী এল ক্লাসিকো মাঠে গড়াবে ২৪ অক্টোবর। ন্যু ক্যাম্পে বার্সা আতিথ্য দেবে রিয়ালকে। ফিরতি লেগ হবে বার্নাব্যুতে আগামী বছরের ২০ মার্চ। নতুন মৌসুম এই বছরের ১৫ আগস্ট শুরু হয়ে শেষ হবে আগামী বছরের ২২ মে।

এদিকে গত সপ্তাহে স্প্যানিশ সরকার বলেছে, প্রথম ও দ্বিতীয় বিভাগ থেকে দর্শকের ওপর থেকে তারা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। তবে দর্শক উপস্থিতি থাকবে সীমিত। ফলে গত মৌসুম পুরোপুরি দর্শকবিহীন হওয়ায় লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস আশা করছেন, মৌসুমের শুরুতে দর্শক থাকবে কমপক্ষে ৭০ শতাংশ। এর পর নভেম্বরে গিয়ে সেটি শতভাগ হবে।

Related posts

হাইতিতে ভূমিকম্পে নিহত বেড়ে ৭২৪

razzak

শরীরে ভিটামিন ‘এ’র অভাব বুঝবেন ৭ লক্ষণে

razzak

করোনা আপডেট, মৃত্যু ৩৪

Irani Biswash

Leave a Comment

Translate »