অপরাধ আইন ও বিচার আন্তর্জাতিক খেলাধুলা জীবনধারা টেকনোলজি ধর্ম ও জীবন ব্রেকিং শিক্ষা

কাবা ঘর ধ্বংসের টাস্ক থাকা সকল ভিডিও গেমস নিষিদ্ধের আহ্বান

আন্তর্জাতিক সংবাদ :  মিসরের রাজধানী কায়রোয় অবস্থিত বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক ভিডিও গেমসে কাবা ঘর ধ্বংসের টাস্ক থাকার বিষয়ে সতর্কতা জানিয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইলেকট্রনিক ফতওয়া বুধবার এক বিবৃতিতে এই সতর্কতা জানায়।

ফরচুন নামের এই গেমটিতে গেমারকে এক পর্যায়ে পরের ধাপে যেতে হলে কাবা ঘর ধ্বংস করতে হয়। বিবৃতিতে বলা হয়, ‘এর আগে সেন্টার (সেন্টার ফর ইলেকট্রনিক ফতওয়া) কিছু ইলেকট্রনিক গেমের বিরুদ্ধে সতর্কতা জানিয়েছিল যাতে তরুণরা আসক্ত। যা তাদের প্রয়োজনীয় জ্ঞান বা কাজের দিক থেকে মনোযোগ সরিয়ে নিয়ে বাস্তবতা থেকে দূরে এক কল্পনার জগতে আটকে রাখে। সাথে সাথে তাদের ঘৃণা এবং নিজেদের বা অন্যদের ক্ষতি করার দিকে উৎসাহিত করে।’

ফরচুন গেমে পরের ধাপে যেতে কাবা ধ্বংস করার বিষয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘এটি তরুণদের বিশ্বাস, আত্মসম্মান ও তাদের পবিত্র স্থানের গুরুত্ব অনুধাবনে প্রভাবিত করবে। সুতরাং, সহিংসতায় উস্কানি দেয়া এবং বিশ্বাসকে বিকৃত করা মিথ্যা ধারণাযুক্ত সব ইলেকট্রনিক গেমস নিষিদ্ধ করতে সেন্টার আহ্বান জানাচ্ছে।’ সূত্র: মিডল ইস্ট মনিটর।

Related posts

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট

Mims 24 : Powered by information

যেসব শর্তে বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি আরব

razzak

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন বোলার প্যাট্রিক প্যাটারসন কেমন আছেন?

Irani Biswash

Leave a Comment

Translate »