আহমেদ হুসাইন, কানাডা: কানাডার পশ্চিম উপকূলের ব্রিটিশ কলম্বিয়ার আবাসিক এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। এ প্রদেশের মধ্যাঞ্চলের থমসন-নিকোলা ডিস্ট্রিকের অন্তর্গত ১১ মিউনিসিপাল এলাকা আছে। শনিবার দিনের মধ্যভাগ থেকে ব্রিটিশ কলম্বিয়াজুড়ে ১৭৬ অগ্নিকুন্ড বা দাবানল সক্রিয় আছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ৭৬ দাবানল গত দু’দিন ধরে জ্বলছে বলে জানা গেছে। ব্রিটিশ কলম্বিয়ার ওয়াইল্ড ফায়ার সার্ভিসের ড্যাসবোর্ডে এসব তথ্য জানানো হয়েছে। যে কারণে জনবসতিগুলো খালি করার নির্দেশ দেয়া হয়েছে।
ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে দাবানলবিষয়ক সেবা দানকারী প্রতিষ্ঠানের পরিচালক ক্লিফ চ্যাপম্যান সিবিসি নিউজকে বলেন, সাধারণভাবে বলতে গেলে, আমরা শুষ্ক মৌসুমের প্রভাব থেকে তিন সপ্তাহ এগিয়ে আছি। অতীত সময়ের সাথে এ শুষ্ক মৌসুমকে তুলনা করা যাচ্ছে না। কারণ এবার তাপদাহ শুরু হয়েছে জুন মাসে।
সিবিসি নিউজের প্রতিবেদক ক্লিফ চ্যাপম্যান বলেন, শুধু বৃহস্পতিবারই ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে ১২ শ’ বজ্রপাতের ঘটনা ঘটেছে। এছাড়া কানাডার সর্ব পশ্চিমের প্রদেশেও দাবানলের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধির আগের রেকর্ডও ভঙ্গ হয়েছে।