আন্তর্জাতিক জনদুর্ভোগ জীবনধারা দুর্ঘটনা পরিবেশ ব্রেকিং যুক্তরাষ্ট্র স্বাস্থ্য

ব্রিটিশ কলম্বিয়ার আবাসিক এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে

আহমেদ হুসাইন, কানাডা:    কানাডার পশ্চিম উপকূলের ব্রিটিশ কলম্বিয়ার আবাসিক এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। এ প্রদেশের মধ্যাঞ্চলের থমসন-নিকোলা ডিস্ট্রিকের অন্তর্গত ১১ মিউনিসিপাল এলাকা আছে। শনিবার দিনের মধ্যভাগ থেকে ব্রিটিশ কলম্বিয়াজুড়ে ১৭৬ অগ্নিকুন্ড বা দাবানল সক্রিয় আছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ৭৬ দাবানল গত দু’দিন ধরে জ্বলছে বলে জানা গেছে। ব্রিটিশ কলম্বিয়ার ওয়াইল্ড ফায়ার সার্ভিসের ড্যাসবোর্ডে এসব তথ্য জানানো হয়েছে। যে  কারণে জনবসতিগুলো খালি করার নির্দেশ দেয়া হয়েছে।

রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির কারণে কানাডার ওই প্রদেশটিতে এমন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এদিকে তাপমাত্রা বৃদ্ধির কারণে শত শত কানাডিয়ান মারা যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা।

ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে দাবানলবিষয়ক সেবা দানকারী প্রতিষ্ঠানের পরিচালক ক্লিফ চ্যাপম্যান সিবিসি নিউজকে বলেন, সাধারণভাবে বলতে গেলে, আমরা শুষ্ক মৌসুমের প্রভাব থেকে তিন সপ্তাহ এগিয়ে আছি। অতীত সময়ের সাথে এ শুষ্ক মৌসুমকে তুলনা করা যাচ্ছে না। কারণ এবার তাপদাহ শুরু হয়েছে জুন মাসে।

সিবিসি নিউজের প্রতিবেদক ক্লিফ চ্যাপম্যান বলেন, শুধু বৃহস্পতিবারই ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে ১২ শ’ বজ্রপাতের ঘটনা ঘটেছে। এছাড়া কানাডার সর্ব পশ্চিমের প্রদেশেও দাবানলের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধির আগের রেকর্ডও ভঙ্গ হয়েছে।

Related posts

নতুন ১৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত

razzak

স্বাধীনতার ৫০ বছরে শিক্ষায় বড় তিনটি অর্জন: রাশেদা কে চৌধুরী

Mims 24 : Powered by information

বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি এ দফায় আরো ১৪ দিন বাড়ানো হয়েছে

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »