অপরাধ আইন ও বিচার আন্তর্জাতিক জনদুর্ভোগ জীবনধারা ধর্ম ও জীবন ব্রেকিং রাজনীতি

আফগানিস্তানের মাটি ব্যবহারে বিদেশী যোদ্ধাদের অনুমতি দেবে না তালেবান

আন্তর্জাতিক  সংবাদ :  আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবান জানিয়েছে, দেশটির মাটিতে তারা বিদেশী কোনো সশস্ত্র সংগঠনের তৎপরতা চালানোর অনুমতি দেবে না। এই বার্তা দিয়ে প্রতিবেশী দেশগুলোতে তারা প্রতিনিধি দলও পাঠিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালে সোমবার প্রকাশিত এক সাক্ষাতকারে তালেবানের এক জ্যেষ্ঠ নেতা এই কথা বলেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, কাতারে তালেবান দফতরের প্রধান শেখ আবদুল হাকিমকে দলের শীর্ষ নেতারা চীন, ইরান, রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোর সাথে অবিলম্বে যোগাযোগ স্থাপনের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘রাশিয়া, চীন ও ইরানসহ কিছু দেশের আফগানিস্তানে তাদের দেশীয় সশস্ত্র যোদ্ধাদের আশ্রয়ের বিষয়ে আপত্তি রয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছি কোনো দেশের বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে আমরা আমাদের মাটিকে বিদেশী সশস্ত্র যোদ্ধাদের ব্যবহার করতে দেবো না।’

ওই নেতা বলেন, ‘চীনারা উইঘুর সশস্ত্র যোদ্ধাদের বিষয়ে উদ্বিগ্ন। আমরা চীনের দূতাবাসের কাছে চিঠি দিয়েছি এবং তাদেরকে জানিয়েছি উইঘুর যোদ্ধাদের বিষয়ে তাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। আমরা স্বীকার করে নিচ্ছি চীন, রাশিয়া, ইরান, মধ্য এশিয়া, আরব বিশ্ব ও পাকিস্তানের যোদ্ধারা আমাদের দেশে রয়েছে। তবে এই যোদ্ধাদের আফগানিস্তানের মাটি থেকে তাদের সশস্ত্র সংগ্রামের তৎপরতা চালাতে দেয়া হবে না।’

 

Related posts

বেলারুশ সীমান্তে ক্যামেরা স্থাপনের পরিকল্পনা লিথুয়ানিয়ার

razzak

শিকাগোর লেকে বিরল আইস প্যানকেক

razzak

স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি দুই দিন হচ্ছে

razzak

Leave a Comment

Translate »