অর্থনীতি আন্তর্জাতিক জীবনধারা টেকনোলজি ব্রেকিং যুক্তরাষ্ট্র স্বাস্থ্য

ব্রিটিশ স্পেস ট্যুরিজম কোম্পানি দিচ্ছে বিনামূল্যে মহাকাশে যাবার সুযোগ

আন্তর্জাতিক সংবাদ :   মহাকাশ ভ্রমণের যাওয়ার স্বপ্ন দেখতে কে না ভালবাসে। আর সেই স্বপ্ন পুরণ যদি হয় বিনামূল্যে তাহলে তো কোন কথাই নেই। বিনামূল্যে মহাকাশ ভ্রমনের স্বপ্ন সফল করার সুযোগ নিয়ে হাজির হয়েছেন ব্রিটিশ স্পেস ট্যুরিজম কোম্পানি ভার্জিন গ্যালাকটিক। আবেদনকারীদের মধ্যে দুই জনকে কোম্পানির বাণিজ্যিক স্পেস ফ্লাইটে মহাকাশে পাঠাবে রিচার্ড ব্র্যানসনের কোম্পানি। এতদিন শুধুমাত্র সেরা নভোচারীই মহাকাশে যাওয়ার সুযোগ পেতেন। কিন্তু, এবার থেকে বাণিজ্যিক ফ্লাইটে যে কোনও সাধারণ মানুষও মহাকাশে পাড়ি দিতে পারবেন।

যদি কেউ এই প্রতিযোগিতা জিতে যায় তাহলে তার সঙ্গে একজনকে নিয়ে যেতে পারবেন মহাকাশে। এই যানে আপনাকে জানলার পাশে বসার সুযোগও দেওয়া হবে। যেখানে বসে আপনি মহাকাশ থেকে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও, মহাশূন্যে নিজেকে ভাসতেও দেখতে পারবেন। আর তারই জন্য যানের মধ্যে থাকবে একটি আয়না। কিন্তু এই প্রতিযোগিতায় কে বা কারা অংশ নিতে পারবেন? সেই সব তথ্য জেনে নিন।

 অংশ নেওয়ার যোগ্যতা

আপনার বয়স 18 বছরের বেশি হতে হবে। ওমেজ কোম্পানির কর্মচারী অথবা কোম্পানির সঙ্গে কোনও ভাবে যুক্ত যে কোনও মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তিকর তালিকায় থাকা দেশের নাগরিকরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। এই দেশগুলি হল আফগানিস্তান, বাহামা, বেলজিয়াম, বেলিজ, বলিভিয়া, কুইবেক প্রদেশ (কানাডা), কম্বোডিয়া, চাদ, চীন, কলম্বিয়া, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, মিশর, এল সালভাদোর, ঘানা, গুয়াতেমালা, গিনি, হাইতি, হন্ডুরাস, ইরান, ইরাক, ইতালি, জামাইকা, লেবানন, মালি, মায়ানমার, নিকারাগুয়া, উত্তর কোরিয়া, পাকিস্তান, পানামা, পেরু, সিঙ্গাপুর, সোমালিয়া, সুদান, সিরিয়া, তানজানিয়া (ইউনাইটেড রিপাবলিক), থাইল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো, তিউনিসিয়া, উগান্ডা, ইউক্রেন, ভেনিজুয়েলা, ইয়েমেন, জিম্বাবুয়ে। এছাড়াও, কোনও দেশের স্থানীয় আইন এই অভিজ্ঞতাকে বেআইনি বললে সেই দেশের নাগরিকরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

 অংশ নেওয়ার নিয়ম

মহাকাশে যাওয়ার এই ঐতিহাসিক ফ্লাইটে জায়গা পেতে omaze.com/space ওয়েবসাইট ওপেন করুন। এবার দুই ভাবে আপনার আবেদন জমা করতে পারবেন। আবেদন জমা দেওয়ার সময় আপনি চাইলে আর্থিক সাহায্য করতে পারেন (যা আপনার প্রতিযোগিতা জেতার সম্ভাবনাকে বাড়াবে না)। এছাড়াও, চাইলে বিনামূল্যেও আবেদন জানানো যাবে।

Enter without the contribution সিলেক্ট করুন। এবার ফর্ম পূরণ করুন। এখানে নিজের ইমেল দিয়ে দিন।
এবার ‘Submit Entry’ অপশনটি সিলেক্ট করুন। একজন সর্বোচ্চ 6,000 বার নাম নথিভুক্ত করতে পারবেন। যত বেশি বার নাম নথিভুক্ত করবেন আপনার জেতার সম্ভাবনা ততটাই বাড়বে।


2021 সালের 1 সেপ্টেম্বর পর্যন্ত নাম নথিভুক্ত করার কাজ চলবে। সেই দিনের আগে নিজের নাম নথিভুক্ত করা যাবে। সব নামের মধ্যে থেকে যে কোনও একটি নাম র‍্যান্ডমলি পছন্দ করা হবে। আপনার ভাগ্য ভালো থাকলে এই প্রতিযোগিতা জিতে মহাকাশে পাড়ি দিতে পারবেন।

11 জুলাই মহাকাশে পাড়ি দিয়েছিলেন ভার্জিন গ্যালাকটিক প্রধান রিচার্ড ব্র্যানসন। রিচার্ডের সফর সঙ্গী ছিলেন সিরিশা বান্দলা। মার্কিন বিলিয়নিয়ার এলন মাস্কও ভার্জিন গ্যালাকটিকে মহাকাশে যাওয়ার টিকিট বুক করেছেন। যদিও ঠিক কবে বাণিজ্যিক উড়ান শুরু হবে, তা এখনও নিশ্চিত করেনি কোম্পানি। গত 20 জুলাই মহাকাশে গিয়েছিলেন Amazon এর প্রধান জেফ বেজোস। নিজের কোম্পানির ব্লু অরিজিনের মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, ভার্জিন গ্যালাকটিকের সঙ্গে আগামী বছরেই বাণিজ্যিক স্পেস ফ্লাইট শুরু করতে পারে ব্লু অরিজিন।

Related posts

হাঁটুর ইনজুরিতে মাঠের বাইরে সুয়ারেজ

razzak

যুক্তরাষ্ট্রে ৪৫ দিনে গ্রিনকার্ড প্রদানের বিশেষ কর্মসূচি

razzak

পরীক্ষা হচ্ছে না ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »