খেলার সংবাদ : টোকিও অলিম্পিক শুরু হওয়ার চার দিন পর পূর্ণ হলো বাংলাদেশের কন্টিনজেন্ট। সোমবার টোকিও সময় সন্ধ্যায় সাঁতারু জুনাইনা আহমেদ ও অ্যাথলেট জহির রায়হান পৌঁছান। অলিম্পিকসে অংশ নেয়া ছয় ক্রীড়াবিদই এখন টোকিওতে।
অলিম্পিকে বাংলাদেশের কন্টিনজেন্ট থাকে খুবই অল্প। সেই কন্টিনজেন্ট এবার চার ধাপে গিয়েছে। বাংলাদেশ থেকে ১৬ জুলাই গিয়েছেন দুই আরচ্যার ও এক শ্যুটার। উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহন করেছেন সাঁতারু আরিফ। তিনি টোকিও পৌছেছেন ফ্রান্স থেকে।
গেমস শুরু হওয়ার চার দিন পর টোকিও পৌঁছালেন স্প্রিন্টার জহির ও সাঁতারু জুনাইনা। তিনি লন্ডন থেকে টোকিও পৌছান। আর জহির বাংলাদেশ থেকে ২৫ জুলাই সন্ধ্যায় রওনা হন। ছয় ক্রীড়াবিদের মধ্যে তিন জন গেমসে অংশগ্রহণ কওে ফেলেছেন।
শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী ইতোমধ্যে গেমস থেকে বিদায় নিয়েছেন। তিনি দেশে ফিরে আসবেন শিগগিরই। ছয় অ্যাথলেট ছাড়াও কোচ, কর্মকর্তারা সবাই এখন টোকিওতে।