আন্তর্জাতিক খেলাধুলা জাতীয় জীবনধারা বাংলাদেশ ব্রেকিং যুক্তরাষ্ট্র শিক্ষা সংগঠন সংবাদ স্বাস্থ্য

অলিম্পিকসে অংশ নেয়া বাংলাদেশী ছয় ক্রীড়াবিদই এখন টোকিওতে

খেলার সংবাদ :  টোকিও অলিম্পিক শুরু হওয়ার চার দিন পর পূর্ণ হলো বাংলাদেশের কন্টিনজেন্ট। সোমবার টোকিও সময় সন্ধ্যায় সাঁতারু জুনাইনা আহমেদ ও অ্যাথলেট জহির রায়হান পৌঁছান। অলিম্পিকসে অংশ নেয়া ছয় ক্রীড়াবিদই এখন টোকিওতে।

অলিম্পিকে বাংলাদেশের কন্টিনজেন্ট থাকে খুবই অল্প। সেই কন্টিনজেন্ট এবার চার ধাপে গিয়েছে। বাংলাদেশ থেকে ১৬ জুলাই গিয়েছেন দুই আরচ্যার ও এক শ্যুটার। উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহন করেছেন সাঁতারু আরিফ। তিনি টোকিও পৌছেছেন ফ্রান্স থেকে।

গেমস শুরু হওয়ার চার দিন পর টোকিও পৌঁছালেন স্প্রিন্টার জহির ও সাঁতারু জুনাইনা। তিনি লন্ডন থেকে টোকিও পৌছান। আর জহির বাংলাদেশ থেকে ২৫ জুলাই সন্ধ্যায় রওনা হন। ছয় ক্রীড়াবিদের মধ্যে তিন জন গেমসে অংশগ্রহণ কওে ফেলেছেন।

শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী ইতোমধ্যে গেমস থেকে বিদায় নিয়েছেন। তিনি দেশে ফিরে আসবেন শিগগিরই। ছয় অ্যাথলেট ছাড়াও কোচ, কর্মকর্তারা সবাই এখন টোকিওতে।

Related posts

নতুন সরকার চায় শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা

razzak

দ্রুত অবৈধ দখলদারদেরকে আইনের আওতায় আনা হবে -মেয়র আতিক

razzak

মহসিন কলেজ এক্স স্টুডেন্ট ফোরাম সন্দ্বীপ’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও পূর্ণাঙ্গ কমিটি গঠন

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »