আন্তর্জাতিক সংবাদ : নভেল করোনাভাইরাস সংক্রমণের মুখে ব্রিটেন ভ্রমণের ক্ষেত্রে নতুন নীতিমালা নেওয়া হয়েছে। এর অধীনে, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেনে ভ্রমণকারীদের মধ্যে যারা করোনা ভ্যাকসিনের পূর্ণ ডোজ নিয়েছেন তাদেরকে প্রাতিষ্ঠানিক বাধ্যতামূলক কোয়ারেনটাইনে থাকতে হবে না।
আসছে সপ্তাহের সোমবার থেকে এই নতুন নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে বিবিসি।
এর আগে, কেবলমাত্র ব্রিটেনে করোনা ভ্যাকসিন নিয়েছেন এমন কয়েকটি দেশের নাগরিক কোয়ারেনটাইন ছাড়াই দেশটিতে ভ্রমণের সুযোগ পেয়ে আসছিলেন।
এ ব্যাপারে ব্রিটেনের পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস বিবিসিকে জানিয়েছেন, কেবলমাত্র ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রে অনুমোদিত ভ্যাকসিন গ্রহীতারদের ক্ষেত্রেই এ ঘোষণা প্রযোজ্য হবে।