আন্তর্জাতিক

শপথ নিলেন কানাডার প্রথম আদিবাসী গভর্নর জেনারেল

কানাডার প্রথম আদিবাসী গভর্নর জেনারেল হিসেবে শপথ নিয়েছেন ইনুয়েট সম্প্রদায়ের প্রতিনিধি মেরি সায়মন। সোমবার বিস্তৃত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি শপথ গ্রহণ করেন। দেশটির এই পদে তিনিই প্রথম আদিবাসী। তার এ নিয়োগ কানাডার ঔপনিবেশিক অতীতের ক্ষত সারানোর প্রচেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে।

চলতি মাসের প্রথমদিকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার রাষ্ট্রপ্রধান রানি এলিজাবেথের প্রতিনিধি হিসেবে মেরি সায়মনের (৭৩) নাম ঘোষণা করেন। সায়মন একজন সাবেক সাংবাদিক। তিনি কানাডার রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্বপালন করেছেন।

Related posts

৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার তরুণের প্রেমে পাগল ২ ফুট ১০ ইঞ্চির তরুণী

razzak

‘যুদ্ধে ইউক্রেনের জয় সুনিশ্চিত’

razzak

এবার ওমিক্রন শনাক্ত কানাডায়

razzak

Leave a Comment

Translate »