আন্তর্জাতিক ব্রেকিং

করোনা সংক্রমণ ছড়াচ্ছে বেইজিং ও চীনের ৫ প্রদেশে

চীনের নানজিং শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস দেশটির পাঁচটি প্রদেশ ও বেইজিংয়ে ছড়িয়ে পড়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হচ্ছে, উহানের পর সবচেয়ে বিস্তৃত সংক্রমণ ছড়িয়ে পড়েছে দেশটিতে।

২০ জুলাই দেশটির ব্যস্ত বিমানবন্দরে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়ার পর থেকে ২০০ জনের বেশি রোগী শনাক্ত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, দেশটির নানজিং এয়ারপোর্ট থেকে সব ধরনের ফ্লাইট ১১ আগস্ট পর্যন্ত বন্ধ করা হয়েছে।

ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যর্থতার সমালোচনার মুখে শহরটির কর্তৃপক্ষ ব্যাপক করোনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে। সিনহুয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শহরটির ৯৩ লাখ মানুষের করোনা পরীক্ষা করানো হবে। এ সংক্রমণের জন্য অতি সংক্রামক ডেলটা ধরনকে দায়ী করেছে কর্তৃপক্ষ। তারা আরও বলছে, ব্যস্ত বিমানবন্দরের কারণে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে দেখা যায়, মানুষ দীর্ঘ সারিতে দাঁড়িয়ে করোনা পরীক্ষা করছেন। এ সময় তাঁরা সামাজিক দূরত্ব বজায় রাখছেন ও কারও সঙ্গে কথা বলছেন না। কর্তৃপক্ষ সবাইকে মাস্ক ব্যবহার করতে আহ্বান জানাচ্ছেন।

নানজিংয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডিং জি, সংক্রমণের সঙ্গে রাশিয়া থেকে আসা ফ্লাইটের পরিচ্ছন্নতাকর্মীদের যোগসূত্র রয়েছে। গত ১০ জুলাই ওই ফ্লাইটটি নানজিংয়ে আসে।
সিনহুয়া জানিয়েছে, ওই সময় পরিচ্ছন্নতাকর্মীরা কঠোর পরিচ্ছন্নতার পদক্ষেপগুলো অনুসরণ করেননি।

দেশটির কমিউনিস্ট পার্টির একজন সদস্য বলেছেন, এ ধরনের অপেশাদার ও নজরদারির অভাবের জন্য এয়ারপোর্ট কর্তৃপক্ষকে ভর্ৎসনা করা হয়েছে।

পরীক্ষা করে দেখা গেছে, করোনার সংক্রমণ ১৩টি শহরে ছড়িয়েছে যার মধ্যে চেংদু ও রাজধানী বেইজিংও রয়েছে।

দেশটির বিশেষজ্ঞদের বরাতে গ্লোবাল টাইমস বলেছে, তাঁদের ধারণা সংক্রমণের বিস্তার এখনো প্রাথমিক অবস্থায় আছে এবং তা নিয়ন্ত্রণযোগ্য।

নানজিংয়ের স্থানীয় কর্মকর্তারা বলছেন, করোনা সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সাতজনের অবস্থা জটিল।

Related posts

আর্জেন্টিনায় দাবানলে পুড়ল বনাঞ্চলের দুই হাজার হেক্টরের বেশি এলাকা

Mims 24 : Powered by information

আলাস্কার কন্যা লিডিয়া জ্যাকোবি ১৭ বছরেই অলিম্পিকে রেকর্ড গড়লেন

Irani Biswash

দুদককে ‘নিজের ঘরে’ অভিযান চালাতে বললেন রাষ্ট্রপতি

razzak

Leave a Comment

Translate »