বিনোদন

লাদাখে আমির-কিরণের সংবাদ সম্মেলন

১৫ বছরের দাম্পত্যের পর আমির-কিরণ বিচ্ছেদের ঘোষণা করেছেন এই মাসের শুরুর দিকে।

তবে তাদের পেশাদার সম্পর্কে তার কোনো আঁচ পড়েনি। কলকাতা থেকে লাদাখ! ‘লাল সিং চড্ডা’ ছবির জন্য প্রায় গোটা দেশ ঘুরে শুট করেছেন আমির খান। সঙ্গে আছেন ছবির সহপ্রযোজক কিরণ রাও। খবর আনন্দবাজার পত্রিকার।

কালজয়ী ‘ফরেস্ট গাম্প’ ছবির রিমেক এটি। সেটের বিভিন্ন ছবি প্রকাশ্যে এনে লাদাখে একসঙ্গে সংবাদ সম্মেলন করলেন আমির-কিরণ।

সাংবাদিকদের তারা জানান, ছবিতে লাদাখের পর্যটনের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। জানিয়েছেন তাদের ভালো লাগার কথা।

শুটিংয়ের কারণে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছিল ছবির টিমের বিরুদ্ধে। পরে তা অস্বীকার করে আমির বিবৃতি দেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের ভাবমূর্তি সামলাতে ওই সংবাদ সম্মেলন করা হয়।

অভিনয়ের পেশায় আমিরের দীর্ঘ দিনের অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। ‘লাল সিং চড্ডা’র শুটিং এবং মুক্তি করোনার কারণে পিছিয়ে গিয়েছিল। পরিস্থিতি ঠিক থাকলে, এ বছর ছবিটি রিলিজ হতে পারে।

Related posts

 শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী কবীর সুমন

Irani Biswash

দুই ডোজ টিকা নিয়ে আক্রান্ত হলেন টলি পরিচালক হরনাথ চক্রবর্তী

Irani Biswash

বিয়ের পিঁড়িতে মধুরিমা

razzak

Leave a Comment

Translate »