তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ইন্টারনেট প্রটোকল (আইপি) টিভির নিবন্ধনের জন্য এখন পর্যন্ত ছয় শর কাছাকাছি আবেদন পড়েছে। এখনো কোনো আইপি টিভিকে অনুমোদন দেওয়া হয়নি। যাচাই-বাছাই শেষে এ মাসের মধ্যেই কিছু আইপি টিভির অনুমোদন দেওয়া হবে। আর নীতিমালা অনুযায়ী কোনো আইপি টিভি সংবাদ পরিবেশন করতে পারে না।
সচিবালয়ে আজ সোমবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই কথা জানান তথ্যমন্ত্রী। সম্প্রতি আওয়ামী লীগের উপকমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের ‘জয়যাত্রা’ আইপি টিভি নিয়ে আলোচনার মধ্যেই এ কথা জানালেন তথ্যমন্ত্রী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘সুনির্দিষ্ট রোডম্যাপ ছাড়া মাসে এক কোটি টিকা দেওয়ার ঘোষণা জনগণের সঙ্গে প্রতারণা’ সংক্রান্ত মন্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, সরকার রোডম্যাপ ঠিক করেই এই ঘোষণা দিয়েছে। বিএনপির নেতারা টিকা নিয়ে বরাবরই বিভ্রান্তি ছড়িয়েছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর ‘সরকারের ভুল নীতির কারণে দেশে মৃত্যুহার বেড়েছে’ শীর্ষক বক্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব ও উপমহাদেশের পরিস্থিতি তাঁর অজানা থাকার কথা নয়। করোনাভাইরাসের ডেলটা ধরন পৃথিবীর এক শর বেশি দেশে ছড়িয়েছে।