এই মাত্র জাতীয় ব্রেকিং

শেখ হাসিনা উন্নয়নের রাজনীতি করে: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার সবসময় অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। প্রতিটি সম্প্রদায়ের মানুষের কল্যাণে সরকার সমানভাবে কাজ করছে।

সরকার দেশে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী ডাকবাংলোতে মনোহরদী হিন্দুপাড়া সার্বজনীন দুর্গাবাড়ি মন্দির নির্মাণে শিল্পমন্ত্রীর অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রাজনীতি করে। অসাম্প্রদায়িক রাজনীতি করে। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রাজনীতি করে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার আলোকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি প্রগতিশীল, গণতান্ত্রিক, আধুনিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

নরসিংদীতে কোনো সাম্প্রদায়িকতার স্থান নেই জানিয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে আমরা সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে যুদ্ধ করেছি। আমরা স্বাধীনতা চেয়েছি, মুক্তি চেয়েছি যার জন্য যুদ্ধ করেছি আর রক্ত দিয়েছি। যার ফলেই আমরা মহান স্বাধীনতা অর্জন করতে পেরেছি। নরসিংদী সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উৎকৃষ্ঠ উদাহরণ। এখানে আমরা সবাই একত্রে মিলে মিশে জাঁকজমকভাবে পূজা উদযাপন করি। আমরা পূজাতে তাদের বাড়িতে নিমন্ত্রণ খাই। ধর্মীয় সংস্কৃতির এ সৌহার্দ্য সম্প্রীতির সেতুবন্ধন সূদৃঢ় রাখতে এবং দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টির পাঁয়তারা রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (শিবপুর-মনোহরদী সার্কেল) মেসবাহ উদ্দিন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান, নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ইসরাত জাহান তামান্না, মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আতিকুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, মনোহরদী পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজন রায়, সহ-সভাপতি রাজিব রায়, মনোহরদী পৌরসভা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুকোমল মোদক, সাধারণ সম্পাদক মানিক সাহা, মনোহরদী হিন্দুপাড়া সার্বজনীন দূর্গাবাড়ির সভাপতি শ্যামল রায় ও সাধারণ সম্পাদক সুমন বর্মণসহ প্রমুখ।

পরে শিল্পমন্ত্রী মনোহরদী হিন্দুপাড়া সার্বজনীন দুর্গাবাড়ি মন্দির নির্মাণে ৫ লাখ টাকা অনুদান মন্দির কমিটির কাছে হস্তান্তর করেন। এর আগেও, শিল্পমন্ত্রী মন্দির নির্মাণে ৫ লাখ টাকা দিয়েছিলেন।

Related posts

সব নারী ক্রু নিয়ে সৌদি আরবে উড়ল প্রথম ফ্লাইট

razzak

বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

Irani Biswash

করোনার টিকা নিলেন বিএসএমএমইউ’র ভিসি ডা. কনক কান্তি বড়ুয়া

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »