আন্তর্জাতিক এই মাত্র পাওয়া

পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভের সময় ১৩ বছরের একটি ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনীর সদস্যরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার পেটে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মাদ দাদাস নামের ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, ইসলাইলি বাহিনীর হামলায় আরও ছয় ফিলিস্তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে শিশু নিহতের ঘটনায় তাৎক্ষণিক ভাবে ইসরাইলি সেনাবাহিনীর কোন বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।

বিশ্বজুড়ে সমালোচনা শুরুর পরেও ইসরাইলি সরকার পশ্চিমতীরে ৩ হাজার অবৈধ ইহুদি বসতি স্থাপনের অনুমতি দেয়ার পরে ওই এলাকায় বিক্ষোভ শুরু হয়।

আল জাজিরা জানাচ্ছে, ইসরাইল পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্যেও প্রায় ১৩শ’ টি বাড়ি নির্মাণের পরিকল্পনাও নিয়েছে, তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইসরাইলের এই পদক্ষেপ তাদের আগ্রাসী বসতি স্থাপনকে বৈধ দেয়ার প্রচেষ্টা ছাড়া কিছুই না।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইল পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করে। ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটসহ কট্টরপন্থী ইসরায়েলিরা পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূমিকে ইহুদি ইতিহাসের পূন্যভূমি হিসাবে দেখে।

দখলের পর থেকে কয়েক লাখ ইসরায়েলি বসতি এই অঞ্চলে স্থাপন করা হয় যেগুলোকে আন্তর্জাতিক আইনে অবৈধ বলে গণ্য করা হয়।

Related posts

হঠাৎ অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি পররাষ্ট্রমন্ত্রী

razzak

গভীর রাতে নজর কাড়লো মিমের একাধিক ছবি

razzak

জাল অক্ষত রেখে সেমিতে সিটি

razzak

Leave a Comment

Translate »