আন্তর্জাতিক এই মাত্র পাওয়া

মহাকাশ স্টেশনে ভেঙে গেছে টয়লেট, বিপাকে মহাকাশযাত্রীরা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভেঙে গেছে টয়লেট। এতে বিপাকে পড়েছেন মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা। টানা ২০ ঘণ্টা ধরে ডায়াপার পরে থাকতে হচ্ছে তাদের। এদের মধ্যে রয়েছেন নাসার মহাকাশচারী মেগান ম্যাকআর্থারও।

নাসার পক্ষ থেকে বাংলাদেশ সময় শনিবার (৬ নভেম্বর) ভোরে এ খবর দেওয়া হয়।

নাসা জানায়, মহাকাশে রয়েছেন জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির আকিহিকো হোশিদে, নাসার শেন কিমব্রো ও মেগান ম্যাকআর্থার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পেসকাট। পৃথিবীর প্রায় ৪০০ কিলোমিটার ওপরে প্রদক্ষিণ করা মহাকাশ স্টেশনে টানা ২০ ঘণ্টা ধরে ডায়াপার পরে থাকতে হচ্ছে চার মহাকাশচারীকে।

ভরশূন্য অবস্থায় বিভিন্ন গবেষণা চালানোর জন্য এই চার মহাকাশচারীই ছয় মাস ধরে ছিলেন মহাকাশে।

তাদের এবার পৃথিবীতে ফিরে আসার কথা। এলন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর ক্রু-২ মিশন রকেটে চাপিয়ে ওই চার মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার কথা। কিন্তু আবহাওয়া বৈরী থাকায় ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে কিছুতেই উৎক্ষেপণ করা সম্ভব হচ্ছে না স্পেসএক্সের রকেট।

Related posts

নুসরাতের বিরুদ্ধে দেওয়ানি মামলা

Irani Biswash

পুতিন-রায়িসি বৈঠকে যে বিষয়ে আগ্রহ প্রকাশ

razzak

ওমরাহ পালনে মক্কায় লাখো মুসল্লির ঢল

razzak

Leave a Comment

Translate »