অর্থনীতি এই মাত্র পাওয়া জাতীয় বাংলাদেশ

ঢাকায় আইওআরএ’র মন্ত্রী পর্যায়ের সম্মেলন ১৭ নভেম্বর

ঢাকায় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এছাড়া ২৩তম জ্যেষ্ঠ কর্মকর্তা কমিটি এবং সংশ্লিষ্ট বৈঠক ১৫ ও ১৬ নভেম্বর হাইব্রিড ফরম্যাটে (সশরীর ও ভার্চুয়াল মাধ্যমে) হবে।

বাংলাদেশ আইওআরএ’র সভাপতি হিসেবে নভেম্বরে দায়িত্ব নেবে। ২০২১-২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে বাংলাদেশ। এ সময় শ্রীলংকা সহসভাপতির দায়িত্ব পালন করবে।

ভারত মহাসাগরীয় অঞ্চলে কোভিড-১৯-এর প্রভাব এবং এ থেকে অর্থনীতির পুনরুদ্ধারের বিষয়ে একটি কৌশলগত আলোচনা ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আইওআরএ হলো একটি আন্তঃসরকার সম্পর্কীয় সংস্থা। এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।

Related posts

রাজধানীর মুগদায় বিস্ফোরণে দগ্ধ মা-ছেলের মৃত্যু

razzak

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসির ফল প্রকাশিত, পাসের হার ৯৯.৯৯২

Mims 24 : Powered by information

মেসি এমবাপ্পের ম্যাজিকে পিএসজির জয়

razzak

Leave a Comment

Translate »