এই মাত্র পাওয়া বাংলাদেশ রাজনীতি

নেতারা যতবেশি বিনয়ী হবে আওয়ামী লীগ তত জনপ্রিয় হবে: হুইপ

জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতারা জনগণের কাছে যতবেশি বিনয়ী ও আন্তরিক হবেন, ততবেশি আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে।

তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের মানুষের শরীরের ঘাম ও পরিশ্রমের মাধ্যমেই গড়ে উঠা রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন।

সোমবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, লক্ষ্মীপুর-৩ আসনের এমপি একেএম শাহজাহান কামাল ও লক্ষ্মীপুর-২ আসনের এমপি অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

Related posts

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা বলল ভারত

razzak

সিসিইউতে খালেদা জিয়া, যে সমস্যার কথা জানালেন ফখরুল

razzak

২৮ জুন থেকে সারাদেশে কঠোর লকডাউন

Irani Biswash

Leave a Comment

Translate »