আইন ও বিচার এই মাত্র পাওয়া বাংলাদেশ স্বাস্থ্য

পরিবেশের ছাড়পত্রহীন ২০৬ হাসপাতালের বিরুদ্ধে রুল

গাজীপুর জেলার যেসব হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশগত ছাড়পত্র নেই সেগুলো কেন বন্ধ করতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

পাশাপাশি স্বাস্থ্য ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালসহ সংশ্লিষ্টদের আগামী ৬০ দিনের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার এ বিষয়ে জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ৭ সেপ্টেম্বর গাজীপুরের বাসিন্দা মেহেদী হাসানের পক্ষে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী কাওছার হোসেন।

চলতি বছরের ৪ এপ্রিল গাজীপুরের জেলার পরিবেশ অধিদফতরের রিচার্স ও তথ্য প্রদান কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০৬টি প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্র নেই। পরিবেশগত ছাড়পত্র আছে ২৪টির।

আইনজীবী জানান, মেহেদী হাসান তার স্ত্রীকে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। কিন্তু ওই হাসপাতালের হাইজনিক পরিবেশ ছিল না। এ পরিবেশ না থাকলে হাসপাতালের রোগীরা মেডিকেল বর্জ-ময়লা আবর্জনার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এরপর এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করেন ভুক্তভোগী। শুনানি শেষে আদালত আজ আদেশ দেন।

Related posts

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আটকা ৪ ফেরি

razzak

লিবিয়ায় পাঁচশ’র বেশি বাংলাদেশি আটক

razzak

দক্ষিণ আফ্রিকায় প্রাইভেটকার চাপায় বাংলাদেশি নিহত

razzak

Leave a Comment

Translate »