এই মাত্র পাওয়া কোভিড ১৯ স্বাস্থ্য

জানা গেল করোনার ওষুধ ‘মলনুপিরাভির’ সেবনের নিয়ম

করোনার চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’ দেশে অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। তবে এ ওষুধ সেবনের নিয়ম জানালেন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, এই ওষুধ ৫ দিনের ডোজ। সকালে ৪টা ট্যাবলেট আর রাতে ৪টা ট্যাবলেট। পাঁচ দিনে ৪০টা ট্যাবলেট খেতে হবে।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় ‘মলনুপিরাভির’ সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি।

মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, দেশে ‘মলনুপিরাভির’ অ্যান্টিভাইরাল ট্যাবলেট জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। তবে এগুলো অবশ্যই টিকার বিকল্প নয়। টিকা নিতে হবে। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই অ্যান্টিভাইরাল ট্যাবলেট খাওয়া যাবে।

ওষুধ প্রশাসন মহাপরিচালক বলেন, ট্যাবলেটটি এরই মধ্যে বাজারে এসেছে। এটি ব্যবহার করতে পারলে কোভিড নিয়ন্ত্রণ করা সহজ হবে। মৃত্যু ও হাসপাতালে ভর্তি অর্ধেক কমাতে পারে এই ওষুধ। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শেই এই ওষুধ ব্যবহার করা যাবে। তবে কোনোভাবেই ১৮ বছরের নিচে কেউ এটি ব্যবহার করতে পারবে না।

Related posts

তালেবান হামলায় আফগানিস্তানে কমপক্ষে ১৬ সরকারি সেনা নিহত

Irani Biswash

করোনা আপডেট, মৃত্যু ৬৯ জন

Irani Biswash

ব্রিটেনে ভ্যাকসিনের পূর্ণ ডোজ নেওয়া ভ্রমণকারীদের কোয়ারেনটাইন বাধ্যতামূলক না

Irani Biswash

Leave a Comment

Translate »