এই মাত্র পাওয়া কোভিড ১৯ জাতীয় জীবনধারা বাংলাদেশ স্বাস্থ্য

বাংলাদেশকে ৪৮ লাখ টিকা দিচ্ছে সৌদি-পোল্যান্ড

সৌ‌দি আরব ও পোল্যান্ড থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ টিকা পেতে যাচ্ছে বাংলা‌দেশ‌। দেশদুটি টিকাগুলো উপহার হিসেবে দিচ্ছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে পাঠানো এক ক্ষু‌দে বার্তায় এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

ড. মো‌মেন ব‌লেন, সুখবর। সৌ‌দি আর‌বে নিযুক্ত আমা‌দের রাষ্ট্রদূত জা‌নি‌য়ে‌ছেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজে‌নেকার টিকা ফ্রি পাচ্ছি। দুই থে‌কে তিন‌ দি‌নের ম‌ধ্যে এই টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।

তিনি আরও বলেন, পোল্যান্ড বাংলা‌দেশ‌কে ৩৩ লাখ (৩.৩ মি‌লিয়ন) ডোজ অ্যাস্ট্রাজে‌নেকার টিকা উপহার দি‌চ্ছে। টিকাগু‌লো যেকো‌নো সময় বাংলা‌দে‌শে পৌঁছা‌বে।

পোল্যান্ডের দেওয়া এসব টিকা ইউ‌রোপীয় ইউ‌নিয়‌নের (ইইউ) তহ‌বিল থে‌কে দেওয়া হ‌চ্ছে ব‌লে জানান পররাষ্ট্রমন্ত্রী।

Related posts

ভূমিকম্পে কাঁপল চীন

razzak

এক সপ্তাহের ব্যবধানে আরও কমল টাকার মান

razzak

সাক্কু যুগের অবসান, নতুন মেয়র রিফাত

razzak

Leave a Comment

Translate »