টানা কয়েক দিন সূচকে পতনের পর মঙ্গলবার (৯ নভেম্বর) উত্থানের মধ্য দিয়ে চাঙাভাবে ফিরেছে শেয়ারবাজার। একই ধারা অব্যাহত রেখে সূচকের উত্থানের মধ্য দিয়েই চলছে আজকের শেয়ারবাজার।
বুধবার (১০ নভেম্বর) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে সকাল সাড়ে ১০টা নাগাদ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৭ পয়েন্ট। অবস্থান করছে ৬ হাজার ৯৪৬ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এ সময় পর্যন্ত সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৩৭ পয়েন্ট।
মঙ্গলবার (৯ নভেম্বর) প্রায় ৭ কার্যদিবস পর বড় উত্থান হয় পুঁজিবাজারে। ডিএসইর ডিএসইএক্স সূচক বাড়ে ৬৮ পয়েন্ট। সিএসইর সিএএসপিআই বাড়ে ২২৯ পয়েন্ট। সেই ধারা অব্যাহত আছে বুধবারও।
এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, অলিম্পিক, সাইফ পাওয়ার, জেনেক্স ইনফয়েস, এনআরবিসি ব্যাংক ও আইএফআইসি।