টি-২০ বিশ্বকাপের ব্যর্থতা ভুলে আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের টি-২০ স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। স্কোয়াডের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে রোহিত শর্মাকে।
নিউজিল্যান্ড সিরিজে রোহিতের ডেপুটি হিসেবে থাকবেন লোকেশ রাহুল। ঘোষিত স্কোয়াডে নেই সদ্য সাবেক অধিনায়ক বিরাট কোহলি। বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।
এছাড়া জসপ্রিত বুমরাহ, রবিন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামিও রয়েছেন বিশ্রামে।
একনজরে ভারতের টি-২০ স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), রুতুরাজ গাইকোয়াদ, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ঈশান কিষাণ, ভেঙ্কাটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, আভেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হার্শাল প্যাটেল ও মোহাম্মদ সিরাজ।