এই মাত্র পাওয়া বিনোদন

জানা গেল বিদ্যা সিনহা মিমের হবু বরের পরিচয়

বিয়ে করতে যাচ্ছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। বুধবার রাতে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে সেরেছেন বাগদান অনুষ্ঠান।

দীর্ঘ ছয় বছরের প্রণয়কে পরিণয়ে রূপ দিতে যাচ্ছেন মিম। হবু বরের ছবি প্রকাশ করে উচ্ছ্বসিত স্ট্যাটাস দিলেও তখন জানাননি নাম-পরিচয়। তবে এখন আর সে তথ্য গোপন নেই।

বিদ্যা সিনহা মিমের হবু বরের নাম সনি পোদ্দার। তিনি বেসরকারি সিটি ব্যাংকের একজন কর্মকর্তা। তার বাড়ি কুমিল্লায়।

মিম জানালেন, তার বাগদানের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন নায়ক ফেরদৌস, নায়িকা পূর্ণিমাসহ ছোট-বড় পর্দার জনপ্রিয় তারকা অভিনয়শিল্পীরা।

বান্ধবী অর্নির মাধ্যমে সনির সঙ্গে মিমের পরিচয় ৬ বছর আগে। এরপর বন্ধুত্ব। সেখান থেকে প্রেম। এক পর্যায়ে নিজের পছন্দের ছেলেকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম। বাবা-মা রাজি হওয়ায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এ জুটি।

Related posts

ইমরানের ক্ষমতাচ্যুতির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ

razzak

রুশ বাহিনী আরও ভয়ংকর হয়ে উঠতে পারে: ন্যাটো

razzak

অপ্রতিরোধ্য আর্জেন্টিনার আরেকটি দুর্দান্ত জয়

razzak

Leave a Comment

Translate »