এই মাত্র পাওয়া জীবনধারা বাংলাদেশ

ভোট কেন্দ্রেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন প্রিসাইডিং অফিসার

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি ভোটকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় হার্ট অ্যাটাকে একজন প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। তার নাম জয়নাল আবেদীন। তিনি মিরপুর উপজেলা নিমতলা কলেজের শিক্ষক।

বুধবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। একই উপজেলার কুর্শা ইউনিয়নের তীতুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তিনি প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন।

 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, বুধবার সকালে প্রিসাইডিং কর্মকর্তা ওই ভোট কেন্দ্রে যান। সে সময় তিনি একটু অসুস্থ ছিলেন বলে জানতে পেরেছিলেন। তার শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসা করানোর কথা বলা হয়েছিল। রাত সোয়া ১১টায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। ঘটনাস্থল ওসি উপস্থিত আছেন।

প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যুর বিষয়টি কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলামও নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাদেরকে পাঠানো হয়েছে।

Related posts

জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বড় অর্জন গিনেস বুক রেকর্ডে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ : বাহাউদ্দিন নাছিম

Mims 24 : Powered by information

সামাজিক দূরত্ব মেনে পালিত হলো কাতারের ঈদ উৎসব

Irani Biswash

মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা

razzak

Leave a Comment

Translate »