খেলাধুলা

পাকুয়েতার গোলে জিতল ব্রাজিল

বিশ্বকাপ বাছাই পর্বে জয় ছিনিয়ে নিয়েছে ব্রাজিল। লুকাস পাকুয়েতার একমাত্র জয়সূচক গোলে কলম্বিয়াকে হারিয়েছে সেলেসাও শিবির। তবে জয়টা ধরা দিয়েছে অনেক কষ্টের বিনিময়ে। প্রচুর ঘাম ঝরিয়ে। অনেক চেষ্টার পর বিরতির অনেক পরে দেখা মেলে কাঙ্ক্ষিত গোলের।

নিজেদের অজেয় থাকার রেকর্ডটাও বাড়িয়ে নিল নেইমাররা। কাতার বিশ্বকাপ বাছাই পর্বে এখনো পর্যন্ত হারেনি ব্রাজিল। একমাত্র হোচঁট খেয়েছিল কলম্বিয়ার মাঠে। সেটাও গত ১১ অক্টোবর। এবার নিজেদের মাঠে সেই কলম্বিয়াকেই হারিয়ে ড্রয়ের কষ্টটা ভুললো বিশ্ব ফুটবলের এ ফুটবল পরাশক্তি।

১-০ গোলের এ জয় দিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট তালিকায় নিজেদের শ্রেষ্ঠত্ব আরও সুসংহত করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১২ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে এখন ব্রাজিল।

জয়ে চোখ রেখেই শুক্রবার, ১২ নভেম্বর মাঠে নামে ব্রাজিল। লক্ষ্যে পৌঁছতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা। একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছিল। কিন্তু সাফল্য মিলছিল না। আধিপত্য বিস্তার খেলেও দেখা দিচ্ছিল না গোল। ফলে প্রথমার্ধটা গোলশূন্যই থেকে যায়।

বিরতির পরও ম্যাচ এগিয়ে যাচ্ছিল গোলশূন্য ড্রয়ের দিকে। গোল নামক সোনার হরিণের জন্য ব্রাজিলিয়ানদের অপেক্ষা করতে হয় আরও ২৭ মিনিট। এর পরেই স্বাগতিক ডাগআউটে উচ্ছ্বাসের বন্যা বইয়ে দেন লুকাস পাকুয়েতা। অলিম্পিক লিঁও’র এ আক্রমণাত্মক এ মিডফিল্ডারের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

Related posts

কাতারের দৃষ্টিনন্দন ‘স্টেডিয়াম ৯৭৪’ বাংলাদেশে আনতে চায় বাফুফে

Mims 24 : Powered by information

শিক্ষা হয়েছে নেইমারের, ‘এল’ সাইজ জার্সি আর পরবেন না

razzak

তিন ম্যাচে রোনালদোর ৪ গোল, ইউনাইটেডের রুদ্ধশ্বাস জয়

razzak

Leave a Comment

Translate »