এই মাত্র পাওয়া কোভিড ১৯ স্বাস্থ্য

বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু কমল

মহামারি করোনার ধাক্কা সামলাতে টিকার প্রয়োগ ব্যাপক আকারে চললেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে।

বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (১২ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৫৭৫ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ৩৯৫ জন।

এর আগে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৭ হাজার ৮২২ জন। শনাক্ত হয়েছিল ৫ লাখ ৭৯ হাজার ৩২৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৮২১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৯৫ হাজার ২৬৮ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৮৫ লাখ ৫৭ হাজার ৮৪৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ৫১৬ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৮০ হাজার ৭৭৫ জনের।

Related posts

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের: জাপানও আরো রোহিঙ্গাকে আশ্রয় দেবে

Mims 24 : Powered by information

৮০ ফুট গভীরে পড়া শিশুর সঙ্গে টানা ১১৭ ঘণ্টা কথা বলেন উদ্ধারকারী

razzak

মানবাধিকার সুরক্ষায় বিশ্বে বাংলাদেশ রোল মডেল: প্রধানমন্ত্রী

razzak

Leave a Comment

Translate »