এই মাত্র পাওয়া জাতীয় জীবনধারা বাংলাদেশ

‘রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি’

শিগগিরই সমাধান না করলে রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশ নয়, সীমান্ত পেরিয়ে তা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি বাড়াবে বলে আবারও শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে ফ্রান্সে ‘প্যারিস পিস ফোরাম’ এর আয়োজনে বক্তব্যে তিনি, বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

এ ছাড়া ইউনেস্কোর সাধারণ পরিষদের অধিবেশনে দূর শিক্ষণ ও অনলাইন শিক্ষাকে ‘বৈশ্বিক জনসম্পদ’ ঘোষণা করারও আহ্বান জানান শেখ হাসিনা।

রাষ্ট্রীয় আমন্ত্রণে ফ্রান্সে গিয়ে দ্বিপক্ষীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক অংশ নিচ্ছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক অনুষ্ঠানেও।

ফ্রান্স সফরের তৃতীয় দিনে অন্যান্য কর্মসূচির ফাঁকে বাংলাদেশের সরকার প্রধান আমন্ত্রিত ছিলেন, ফরাসি অলাভজনক থিঙ্কট্যাঙ্ক সংস্থা ‘প্যারিস পিস ফোরাম’ এর চতুর্থ আসরে।

প্যারিসে লা ভিলেট এর গ্র্যান্ড হলে বিশেষ এই আয়োজনে হাজির হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।

নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই সদস্য দেশ যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের শীর্ষ নেতাদের সামনে প্রধানমন্ত্রী আবারও তুললেন রোহিঙ্গা প্রসঙ্গ। তিনি বলেন, এ সংকট সীমান্ত পেরিয়ে বাইরে ছড়ানোর বিপজ্জনক ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি তুলে ধরে শেখ হাসিনা জানান, মহামারির ধাক্কা সামলে আন্তর্জাতিক শান্তি কূটনীতির দিকে এগোতে হবে বিশ্বকে।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে ইউনেস্কোর ৪১তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি জানান, অনলাইন শিক্ষা পদ্ধতি সার্বজনীন করতে ইউনেস্কোকে দৃঢ় ভূমিকা রাখতে হবে।

মহামারি পরবর্তী সময়ে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন আবারও স্বাভাবিক করতে সংস্থাটিকে নতুন করে ভাববার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related posts

এক ওভারেই ৩৫ রান নেন কামিন্স

razzak

করোনা খেয়েছে ৬.৬২ শতাংশ জিডিপি

razzak

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আবুল হাসেম মারা গেছেন

razzak

Leave a Comment

Translate »