দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। এ জয়ের সুবাদে ২০২২ কাতার বিশ্বকাপের খুব কাছে চলে গেছে লিওনেল মেসির দল। ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
উরুগুয়ের মাঠে এ জয়ের ম্যাচে আর্জেন্টিনার সেরা একাদশে ছিলেন না সুপারস্টার মেসি। শেষ দিকে কোচ লিওনেল স্কালোনি তাকে শেষ দিকে মাঠে নামান। যদিও হাঁটু ও হ্যামস্ট্রিং চোটের জন্য পিএসজি’র হয়ে দুটি ম্যাচ খেলেননি মেসি।
মন্টিভিডিও’র ক্যামপিওনডেল সিগলো স্টেডিয়ামে আধিপত্য বিস্তার করেই খেলেছে উরুগুয়ে। তবে ম্যাচের শুরুর সাত মিনিটের মাথায় দুদলের মধ্যে ব্যবধান গড়ে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তারকা এ প্লেমেকার অতিথি আর্জেন্টিনাকে এনে দেন একমাত্র জয়সূচক গোল।