খেলাধুলা

এমবাপ্পের চার গোলে কাতার বিশ্বকাপে ফ্রান্স

মাঠের লড়াইয়ে আগুনে পারফরম্যান্স উপহার দিলেন সুপার ট্যালেন্ট কাইলিয়ান এমবাপ্পে। একাই পেলেন চার গোলের দেখা। সুবাদে ফ্রান্স করল গোলোৎসব। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের মাঠে ৮-০ গোলে ধসিয়ে দিল অতিথি প্রতিপক্ষ কাজাখস্তানকে।

ফ্রান্সের হয়ে এই প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন কাইলিয়ান এমবাপ্পে। তার দুরন্ত ফুটবল নৈপুণ্যে কাতার বিশ্বকাপের টিকিট ছিনিয়ে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

১৯৮৫ সালের ডমিনিক রচেতেউ’র পর আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচে ফ্রান্সের প্রথম ফুটবলার হিসেবে হ্যাটট্রিক হাঁকালেন এমবাপ্পে।

ম্যাচের আট গোলের মধ্যে এমবাপ্পে একাই করেছেন চার গোল। যার প্রথম তিন গোল এসেছে ৩০ মিনিটের মধ্যে। চতুর্থ গোলটি করেন ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে।

বিরতির পর জোড়া গোলের দেখা পান করিম বেনজেমা। সঙ্গে গোল করেন আদ্রিয়েন র‌্যাবিয়ট ও অ্যান্তোনিও গ্রিজম্যান। তবে গ্রিজম্যানের গোলটি আসে পেনাল্টি থেকে।

Related posts

মেসির কল্যাণে পিএসজিতে অর্থের ঝনঝনানি

razzak

ছাদখোলা বাসে ট্রফি উল্লাস: সাফ জয়ী মেয়েদের ঘিরে শোভাযাত্রায় লাখো মানুষ

Mims 24 : Powered by information

হার দিয়ে পাকিস্তান সিরিজ শুরু টাইগারদের

razzak

Leave a Comment

Translate »