এই মাত্র পাওয়া জাতীয় বাংলাদেশ শিক্ষা

স্কুলে ভর্তির অনলাইন আবেদন শুরু আজ থেকে

রাজধানী ঢাকাসহ সারাদেশে সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ ২৫ নভেম্বর থেকে। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এবার ভর্তি আবেদন ফি ধরা হয়েছে ১১০ টাকা। এরই মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার প্রথম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও অনলাইনে আবেদন এবং কেন্দ্রীয় লটারি অনুষ্ঠিত হবে। সরকারি মাধ্যমিকে আগামী ১৫ ডিসেম্বর এবং বেসরকারিতে ১৯ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে। ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না।

অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া আজ ২৫ নভেম্বর সকাল ১১টা থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলবে। ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে দেওয়া যাবে।

Related posts

ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু টানেলের কাজ শেষের তোড়জোড়

razzak

দুর্নীতি নিয়ে আমাদের সবাইকে সচেতন হওয়া প্রয়োজন : পরিকল্পনামন্ত্রী

শাহাদাৎ আশরাফ

সহজ হলো বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠানোর প্রক্রিয়া

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »