এই মাত্র জাতীয় ব্রেকিং রাজনীতি

গাজীপুরের মেয়র জাহাঙ্গীর বরখাস্ত

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে গাজীপুর সিটির জন্য তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করা হয়।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গাজীপুরের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজকের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। সেখানে একজনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অনেকে বেশ কিছু অভিযোগ করেছেন। সেগুলোর বিষয়ে মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দিয়েছে। নিয়মানুযায়ী কোনো মেয়রের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নেওয়া হলে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়ার বিধান আছে।

Related posts

বিপর্যস্ত মালয়েশিয়া; সাত রাজ্যে ভয়াবহ বন্যা

razzak

বাংলাদেশে প্রথমবারের মতো মানবদেহে মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন

razzak

উত্তর প্রদেশে সন্ধ্যা ৭টার পর কর্মক্ষেত্রে রাখা যাবে না নারীদের

razzak

Leave a Comment

Translate »