সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন টুইটারের বর্তমান চিফ টেকনিক্যাল অফিসার পরাগ আগারওয়াল। গতকাল সোমবার ব্রিটিশ টেলিভিশন নিউজ চ্যানেল স্কাই নিউজ এ তথ্য জানিয়েছে।
জ্যাক ডরসি ২০০৬ সালে টুইটার প্রতিষ্ঠার পর থেকে টুইটার এবং পেমেন্ট ফার্ম স্কয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করে আসছেন। এক বিবৃতিতে ডরসি বলেছেন, এখনই সরে দাঁড়ানোর সময়। আমিও প্রস্তুত।
ডরসি বলেন, ‘টুইটারের সিইও হিসেবে পরাগকে আমি গভীরভাবে বিশ্বাস করি। গত ১০ বছরে ধরে তিনি যে কাজ করছেন তা ‘ট্রান্সফরমেশনাল’। এবার সময় হয়েছে নতুনদের নেতৃত্ব দেওয়ার।’
২০১১ সালে টুইটারে কাজ শুরু করেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। তাকে টুইটারের চিফ টেকনোলজি অফিসার হিসেবে নিয়োগ করা হয়।