আন্তর্জাতিক এই মাত্র ব্রেকিং

কচ্ছপের মাংস খেয়ে ৭ জনের মৃত্যু!

আফ্রিকার দেশ তানজানিয়াতে বিষাক্ত কচ্ছপের মাংস খেয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও আছে।

এছাড়া আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (২৯ নভেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, তানজানিয়ার দ্বীপ এবং উপকূলীয় এলাকায় বসবাসকারীদের কাছে কচ্ছপের মাংস একটি সাধারণ খাবার। কর্তৃপক্ষ এখন এলাকায় কচ্ছপ খাওয়া নিষিদ্ধ করেছে।

বিরল ক্ষেত্রে চেলোনিটক্সিজম নামে পরিচিত এক ধরনের খাদ্য বিষক্রিয়ার কারণে কচ্ছপের মাংস বিষাক্ত হতে পারে। এর সঠিক কারণ জানা যায়নি। তবে বিষাক্ত শেওলার সঙ্গে এর সম্পর্ক আছে বলে মনে করা হয়।

Related posts

জেড’ আকারে আসন বিন্যাস, দুই শিফটে এসএসসি-এইচএসসি পরীক্ষা

razzak

মাদক সেবন, ক্রয়, বিক্রয়, ধারণ: শাস্তি কি?

razzak

বিশ্বকাপে দাবা খেলবেন গ্র্যান্ডমাস্টার জিয়া

Irani Biswash

Leave a Comment

Translate »