এই মাত্র খেলাধুলা ব্রেকিং

ব্যাট হাতে ব্যর্থ মমিনুল বললেন, ‘পিচটা ছিল ব্যাটিং-বান্ধব’

প্রথম টেস্টে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
আজ টেস্টের পঞ্চম ও শেষদিনে বাংলাদেশের দেওয়া ২০২ রানের টার্গেটে ২ উইকেট হারিয়েই পৌঁছে যায় পাকিস্তান। সব ফরম্যাট মিলিয়ে এটি টাইগারদের টানা নবম হার। ম্যাচ শেষে কথা বলেছেন মমিনুল হক।

বাংলাদেশ অধিনায়ক বলেন, আমরা প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংসের প্রথম এক ঘন্টা বাজে খেলে ম্যাচটা হেরে গেছি। মুশফিকুর রহীম ও লিটন দাস দুর্দান্ত ব্যাট করেছেন। পিচটা ব্যাটিংয়ের জন্য সহায়ক ছিল। তবে তাদের (পাকিস্তানিদের) বিশেষ করে আফ্রিদি ও হাসান আলীকে কৃতত্ব দিচ্ছি। তারা সত্যিই দুর্দান্ত বোলিং করেছে।’

চট্টগ্রাম টেস্টের পিচকে ব্যাটিং-বান্ধব বলা মমিনুল নিজেই অবশ্য ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে ৬ রানের পর দ্বিতীয় ইনিংসে মেরেছেন ‘ডাক’। তার মতো সংগ্রাম করেছে বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যানই। ফলে টি-টোয়েন্টির মতো হার দিয়েই টেস্ট সিরিজ শুরু করল বাংলাদেশ।

Related posts

চাঁদপুরের সাদ্রা দরবার শরিফের অনুসারি ৪০ গ্রামে কাল ঈদুল আজহা পালন

Irani Biswash

হিজাব বিতর্কে যা বললেন মালালা

razzak

আবারও পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা

razzak

Leave a Comment

Translate »