এই মাত্র এই মাত্র পাওয়া জীবনধারা বাংলাদেশ

গরুর খামারে ডাকাতি, ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ পরিচয়ে গরুর খামারে ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) রাতে তাদেরকে গোমস্তাপুর থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান।

ক্লোজ করা পুলিশ সদস্যরা হলেন- গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক বদিউজ্জামান, উপ-পরিদর্শক (ডিএসবি) গাজী নুরুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক আমিনুল ইসলাম এবং তিন পুলিশ কনস্টেবল রহিম, বিপ্লব ও শফিকুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, শনিবার রাতে গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের জিনারপুর গড়বাড়ি এলাকায় একটি গরুর খামারে পুলিশ পরিচয়ে খামার মালিক ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে বেঁধে ১৫টি গরু নিয়ে যায় ডাকাতরা। অথচ পাবর্তীপুর-আড্ডার ওই সড়কে নিয়মিত পুলিশের টহল টিম থাকার পরও এবং খামার মালিকের অভিযোগ ৯৯৯-এ দুইবার ফোন করার পরও পুলিশ ঘটনাস্থলে যথাসময়ে পৌঁছায়নি। এ ব্যাপারে পুলিশের দায়িত্বে কোনও অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই ৬ পুলিশ সদস্যকে গোমস্তাপুর থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় খামারের মালিক আশরাফুল ইসলাম গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। গরুগুলো উদ্ধার এবং ডাকাতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Related posts

দর্শকের উপস্থিতি ছাড়াই জাপানে অলিম্পিক আসর

Irani Biswash

ভারতের সেমিতে যাওয়ার সম্ভাবনা কতটুকু?

razzak

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণে ঋণ দিচ্ছে চীন

razzak

Leave a Comment

Translate »