এই মাত্র এই মাত্র পাওয়া খেলাধুলা

দুর্দন্ত জয়ে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় পা রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যাচে টনি ক্রুস দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও।

মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ‘ডি’ গ্রুপের ম্যাচে ইন্টারকে ০-২ গোলে হারিয়েছে রিয়াল। তবে হেরে গেলেও রানার্সআপ হয়ে নকআউট পর্বে পা রেখেছে ইন্টার।
বার্নাব্যুতে ছন্দে থাকা রিয়ালের ওপর শুরুতে কিছুটা চাপ বাড়ায় ইন্টার। অবশ্য দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে সপ্তদশ মিনিটে ক্রুসের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। রদ্রিগোর পাস ধরে জায়গা বানিয়ে দূর থেকে জোরালো কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন জার্মান মিডফিল্ডার।

শুরুতেই পিছিয়ে পড়ার পর আরও চাপ বাড়ায় ইন্টার, যদিও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভেঙে নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারছিল না তারা। প্রথম ৩৫ মিনিটে বল দখলে আধিপত্য করে গোলের উদ্দেশ্যে তারা ১২টি শট নেয়, রিয়ালের তিন গুণ; তবে মাত্র একটিই লক্ষ্যে রাখতে পারে তারা।

বিরতি থেকে ফিরে এসে সমানতালে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারছিল না কেউই। এর মাঝেই ৬৪তম মিনিটে বড় থাক্কা খায় ইন্টার। সাইডলাইনে তাদের মিডফিল্ডার নিকোলো বারেল্লাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এদের মিলিতাও। মেজাজ হারিয়ে ডিগবাজি খেয়ে উঠেই প্রতিপক্ষকে হাত দিয়ে আঘাত করে বসেন বারেল্লা।

এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ভিএআরের সাহায্যে বারেল্লাকে লাল ও মিলিতাওকে হলুদ কার্ড দেখান রেফারি।

পাসিং ফুটবলে গড়া আক্রমণে ৭৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আসেনসিও। ডান দিক থেকে দানি কারভাহালের ছোট পাস ধরে ডি-বক্সের দাগের ওপর জায়গা বানিয়ে উঁচু শট নেন স্প্যানিশ মিডফিল্ডারের। বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

এ জয়ে আসরে টানা চার ও মোট পাঁচ জয় পেল রিয়াল। ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হলো তারা। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ ইন্টার।

Related posts

৫৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্টে সৌদি আরব গেছে : সৌদি রাষ্ট্রদূত

Mims 24 : Powered by information

বাংলাদেশ থেকে ডিগ্রী নেয়া ছাত্র এখন সোমালিয়ার হিরশাবেল্লে রাজ্যের উপ স্বাস্থ্যমন্ত্রী

Mims 24 : Powered by information

যুক্তরাজ্যের সেরা সুন্দরীকে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হলো না!

razzak

Leave a Comment

Translate »