অপরাধ এই মাত্র এই মাত্র পাওয়া বাংলাদেশ

৭ বছরের নাতনিকে দোকানে নিয়ে ধর্ষণ করে দাদা নুরুল

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাত বছর বয়সী নাতনিকে দোকানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করেন ধর্ষণের শিকার শিশুর মা। পরে অভিযুক্ত নুরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত নুরুল ইসলাম ফতুল্লা থানার পাগলা পূর্বপাড়া শাহী মহল্লার মকবুল হোসেন ওরফে মাহাবুবের ছেলে। শুক্রবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা গেছে, ঐ দম্পতির দুই মেয়ে ও এক ছেলে। তারা সপরিবারে পাগলা পশ্চিম রসুলপুরের ভাঙ্গাপুল এলাকার কাদির মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করছিল। অভিযুক্ত নুরুল ইসলাম ঐ এলাকায় দোকান ভাড়া নিয়ে লাইটের ব্যবসা করছিল। ধর্ষণের শিকার শিশু ও তার ভাই-বোন তাকে দাদা বলে ডাকতো। বৃহস্পতিবার সকালে সন্তানদের বাড়িতে রেখে মা-বাবা কাজে চলে যান। দুপুরে তাদের সাত বছর বয়সী মেয়েটি বাসা থেকে দোকানে যাচ্ছিল। ঐ সময় নুরুল ইসলাম তাকে নিজের দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে ছেড়ে দেয় নুরুল। স্থানীয়রা শিশুটিকে কান্নার কারণ জিজ্ঞেস করলে সে তাদের ধর্ষণের ঘটনা জানায়।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ধর্ষণের শিকার শিশুর মায়ের মামলায় নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

Related posts

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের করোনা টিকা দেয়া শুরু কিন্তু মিয়ানমারের রোহিঙ্গারা পাচ্ছেন না করোনা টিকা

Mims 24 : Powered by information

শপথ নিলেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন; স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ

Mims 24 : Powered by information

রেঞ্জার্সকে হারিয়ে ইউরোপা লিগ জিতল ফ্রাঙ্কফুর্ট

razzak

Leave a Comment

Translate »