আন্তর্জাতিক এই মাত্র এই মাত্র পাওয়া

আমেরিকার গোয়েন্দা বিমান প্রতিহত করল রাশিয়া

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানকে প্রতিহত করল। শুক্রবার আমেরিকার পি-৮এ মডেলের বিমানটি প্রতিহত করে রাশিয়ার একটি এসইউ-৩০ যুদ্ধবিমান।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টার (এনডিসিসি) এই তথ্য জানিয়েছে।
এনডিসিসি জানিয়েছে, শুক্রবার কৃষ্ণসাগরের আন্তর্জাতিক পানিসীমা থেকে রাশিয়ার সীমান্ত অভিমুখী একটি লক্ষ্যবস্তু শনাক্ত করে দেশটির রাডার ব্যবস্থা। এরপর সেটি যাতে রাশিয়ার আকাশসীমা অতিক্রম করতে না পারে সেজন্য ঘটনাস্থলে একটি এসইউ-৩০ যুদ্ধবিমান পাঠানা হয়।

যুদ্ধবিমানটির পাইলট ঘটনাস্থলে গিয়ে দেখতে পান লক্ষ্যবস্তুটি একটি মার্কিন পি-৮এ গোয়েন্দা বিমান। এ অবস্থায় মার্কিন গোয়েন্দা বিমানটিকে কৃষ্ণসাগরের আকাশ থেকে তাড়িয়ে দেওয়া হয়।

এনডিসিসি আরও বলেছে, বিদেশি বিমানটি কৃষ্ণসাগর ত্যাগ করলে রাশিয়ার যুদ্ধবিমানটিও নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসে। আকাশসীমা ব্যবহারের আন্তর্জাতিক আইন অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মস্কো জানিয়েছে। সূত্র: এএনআইনিউজ

Related posts

ওমানে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Mims 24 : Powered by information

ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে মৃত্যু হল ৪ জনের, ৩৫০ মিলিয়ন পাউন্ডের ক্ষয়ক্ষতি

razzak

ইউরোপে প্রবেশের চেষ্টা, ৩০০ অভিবাসী উদ্ধার

razzak

Leave a Comment

Translate »