এই মাত্র এই মাত্র পাওয়া জাতীয় জীবনধারা বাংলাদেশ

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৪ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সাবরাং কাঠাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। সোমবার ভোর রাতে টেকনাফ সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম আব্দুর রউফ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি চালান পাচার হবে – এমন তথ্যে টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ব্যাগ হাতে এক ব্যক্তিকে সাবরাং কাটাবুনিয়া ঘাট থেকে ঝাউবনের দিকে অগ্রসর হতে দেখা যায়।

লোকটির গতিবিধি সন্দেহজনক হলে কোস্টগার্ড সদস্যগণ তাকে থামতে বলে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকটি নীল রং এর একটি ব্যাগ ফেলে দিয়ে দ্রুত ঝাউবনের দিকে পালিয়ে যায়। এ সময় ফেলে দেওয়া নীল রং এর ব্যাগটি উদ্ধার করা হয়। পরে ব্যাগটি তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Related posts

ভারতকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ

razzak

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার আসামি গ্রেফতার

razzak

আদালতের প্রতি সরকারের কোনোরূপ হস্তক্ষেপ নেই: ওবায়দুল কাদের

razzak

Leave a Comment

Translate »