এই মাত্র এই মাত্র পাওয়া শিক্ষা

সরকারি স্কুলে ভর্তির লটারি আজ

আজ বুধবার সরকারি স্কুলগুলোয় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রাতেই ফল স্কুল ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া ছাত্রছাত্রীরা তাদের পছন্দের যে স্কুলে ভর্তির জন্য মনোনীত হবে সেটি মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।
গতকাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের সরকারি স্কুলে ভর্তি করা হবে। সরকারি স্কুলে ভর্তির জন্য অপেক্ষমাণ তালিকা প্রকাশিত হবে। অপেক্ষমাণ তালিকা থেকে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি করা হবে।

অধিদপ্তর আরো বলেছে, লটারির ফল প্রকাশের পর যেসব প্রতিষ্ঠানে শ্রেণিভিত্তিক শূন্য আসন পূরণ না হবে সেসব প্রতিষ্ঠান লটারি আয়োজন করে বাকি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শেষ করবে।

জানা যায়, সারা দেশের ৪০৫টি সরকারি মাধ্যমিক স্কুলে ৮০ হাজার ১৭টি শূন্য আসনে ভর্তির আবেদন করেছে পাঁচ লাখ ৩৮ হাজার ১৫৩ জন শিক্ষার্থী।

Related posts

ফাতির গোলে বার্সেলোনার সহজ জয়

razzak

মাঝ আকাশে ‘হার্ট অ্যাটাক’ হয়েছিল বিমানের সেই পাইলটের

razzak

‘টিকা ছাড়া চলাফেরায় শাস্তি’র সিদ্ধান্ত প্রত্যাহার

razzak

Leave a Comment

Translate »