বিজয়ের ৫০ বছর পূর্তিতে রাজধানীসহ সারাদেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাতিরঝিলে আতশবাজি এবং লেজার শো’র ঝলকানি মুগ্ধ করে দর্শনার্থীদের।
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আলোয় আলোয় সেজেছে পুরো দেশ। নানা আয়োজনে দিনটি উদযাপন করেন সর্বস্তরের মানুষ। এরই ধারাবাহিকতায়, বিজয়ের আনন্দ ছড়িয়ে দিতে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আতশবাজি এবং লেজার শো’র আয়োজন করা হয়।
ফুটিয়ে তোলা হয় ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামের চিত্রসহ বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পের চিত্র। এরপর শুরু হয় আতশবাজি। অনুষ্ঠান উপভোগে জড়ো হন নানা শ্রেণি-পেশার মানুষ।
এদিকে রাজধানীর হাতিরঝিলে হরেক রঙের আলোর ঝলকানিতে মুগ্ধ হন নগরবাসী। তাদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয় আতশবাজি পোড়ানোর আয়োজন।
অন্যদিকে মুন্সিগঞ্জেও ছিল বর্ণিল আয়োজন। লেজার শো তে নানা আলোর ঝলকানিতে ফুটিয়ে তোলা হয় বাঙালি জাতির গৌরবজ্জ্বল ইতিহাস।