এই মাত্র জাতীয় ব্রেকিং

মালদ্বীপে স্বাস্থ্যকর্মী পাঠাতে চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন

বাংলাদেশ থেকে মালদ্বীপে ‘কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল’ গ্রহণের জন্য সংশোধিত একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ রবিবার মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে চুক্তিটি স্বাক্ষরিত হবে। সেই ক্ষেত্রে দেশে মেডিক্যাল পেশার সঙ্গে জড়িত বেশকিছু ক্যাটাগরির লোক যেতে পারবেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আমাদের এতদিন একটা এমওইউ ছিল, সেটার মাধ্যমে বিভিন্ন ধরনের হেলথ প্রফেশনাল যেতেন। মালদ্বীপ এর সময়সীমা ২০২৪ সাল পর্যন্ত বৃদ্ধি এবং একটি চুক্তির মধ্যে নিয়ে আসার আহ্বান জানায়। এমওইউ বাইন্ডিং থাকে না, কিন্তু অ্যাগ্রিমেন্ট হলে বাইন্ডিং হবে। কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল, ক্লিনিক্যাল স্পেশালিস্ট, পাবলিক হেলথ স্পেশালিস্ট, ডেন্টাল সার্জন, নার্সেস অ্যান্ড আদার অক্সিলারি স্টাফ নেবে।

আজ মালদ্বীপের কারাগারে থাকা সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতেও একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মালদ্বীপের কারাগারে ৪৩ জন দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি রয়েছেন।

Related posts

‘সর্বজয়া’ অনুষ্ঠানে ৫০ সফল নারীকে সম্মাননা

razzak

সব প্রবাসী কর্মীকে হোটেল কোয়ারেন্টিন খরচ সরকার দেবে

Irani Biswash

শুভ খ্রিস্টীয় বর্ষ ২০২৩: আতশবাজির ঝলকানিতে নতুন বছরকে বরণ

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »