আন্তর্জাতিক এই মাত্র এই মাত্র পাওয়া

চিলির প্রেসিডেন্ট হলেন বামপন্থী গ্যাবরিয়েল বোরিক

চিলির প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন দেশটির বামপন্থী প্রার্থী গ্যাবরিয়েল বোরিক।

ভোটগ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক পরেই তার উগ্র-ডানপন্থী প্রতিদ্বন্দ্বী জোসে অ্যান্তনিও কাস্টে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন।

নির্বাচনের আগাম ফলে দেখা গেছে, গ্যাবরিয়েল বোরিক ৫৬ শতাংশ ভোটে এগিয়ে আছেন। আর ৪৫ শতাংশ ভোট নিয়ে তার সঙ্গে লড়ছিলেন জোসে অ্যান্তনিও।-খবর বিবিসির

সাম্প্রতিক কয়েক দশকে সবচেয়ে মেরুকরণ হয়েছে এই নির্বাচনে। এর আগে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্টদের একজন হলেন গ্যাবরিয়েল বোরিক।

দেশটিতে ক্রমবর্ধমান বৈষম্যের নিরসনে মৌলিক পরিবর্তনের আশ্বাস দিয়েছেন সাবেক এই ছাত্র নেতা। একসময় দক্ষিণ আমেরিকার সবচেয়ে স্থিতিশীল অর্থনীতি ছিল চিলির।

তার প্রতিদ্বন্দ্বী আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কর ও সামাজিক ব্যয় কমিয়ে আনার পাশাপাশি সাবেক স্বৈরশাসক জেনারেল অগাস্টো পিনোশের উত্তরাধিকারের পক্ষে সাফাই গেয়েছিলেন।

অ্যান্থনিও কাস্টে বলেন, মহান বিজয়ের জন্য আমি বোরিককে অভিনন্দন জানাচ্ছি। আজ থেকে তিনি একজন নির্বাচিত প্রেসিডেন্ট। এখন থেকে তিনি আমাদের সবার সম্মান ও গঠনমূলক সহযোগিতা পাওয়ার দাবি রাখেন।

Related posts

ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করেছে নিউজিল্যান্ড

Mims 24 : Powered by information

স্তন ক্যান্সার প্রতিরোধ করে কমলা

razzak

আর্জেন্টিনায় কোকেন সেবনে ২০ জনের মৃত্যু

razzak

Leave a Comment

Translate »