আন্তর্জাতিক এই মাত্র এই মাত্র পাওয়া জনদুর্ভোগ জীবনধারা

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১৬৪ জনের মৃত্যু

লিবিয়া উপকূলে দু’টি নৌকা ডুবে ১৬৪ জনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র (আইওএম) সাফা এমসেহলি জানিয়েছেন, শুক্রবার ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে যাওয়ার খবর পান তারা। এতে অন্তত ১০২ জনের মৃত্যু হয়। আট জনকে জীবিত উদ্ধার করে উপকূলে নিয়ে আসা হয়েছে।
দ্বিতীয় নৌকাডুবির ঘটনা ঘটে শনিবার। লিবিয়ার কোস্টগার্ড অন্তত ৬২টি মৃতদেহ উদ্ধার করে। একই দিন তৃতীয় একটি নৌকা আটক করতে সক্ষম হয় তারা। সেখান থেকে অন্তত ২১০ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।

এমসেহলি জানান, চলতি বছর ভূমধ্যসাগরের প্রধান রুটটি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে প্রায় এক হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে।

Related posts

গণহত্যার রাতকে ব্ল্যাকআউটের মাধ্যমে শ্রদ্ধা জানাল ভারত

razzak

মাশুলছাড়া মোবাইলে টাকা লেনদেন করা যাবে ৪০ হাজার পর্যন্ত

Irani Biswash

আফসানা মিমি হাসপাতলে

শাহাদাৎ আশরাফ

Leave a Comment

Translate »