এই মাত্র জাতীয় ব্রেকিং

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন সেনাপ্রধান

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ১৬তম সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৩ ডিসেম্বর প্রজ্ঞাপনের ভিত্তিতে সেনাপ্রধান পরের দিন (২৪ ডিসেম্বর) বিওএ’র সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ২২ ডিসেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৭ সালে বিওএ এর সর্বশেষ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

নবনির্বাচিত সভাপতি ক্রীড়ামোদী জেনারেল শফিউদ্দিন আহমেদের নেতৃত্বে বিওএ-র বিভিন্ন ক্রীড়া কার্যক্রম ও ব্যবস্থাপনায় প্রভূত উন্নয়ন ও পেশাগত উৎকর্ষতা সাধনসহ সংস্থাটির কার্যক্রম আরও গতিশীল হবে। বিওএ ১৯৭৬ সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৮০ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি অর্জন করে। অলিম্পিক আন্দোলনকে গতিশীল করা এবং জাতীয় পর্যায়ে খেলাধুলার মান উন্নয়নে প্রতিষ্ঠানটি প্রশংসনীয়ভাবে কাজ করে যাচ্ছে।

Related posts

ইরাকে মার্কিন দূতাবাসে হামলা, আহত ২

razzak

অলিম্পিকে ‘অলিম্পিক লরেল’ গ্রহণ-পরবর্তী ইউনূসের ভাষন দেখেছে সর্বোচ্চ টেলিভিশন দর্শক

Irani Biswash

কোয়ারেন্টাইন ছাড়াই থাইল্যান্ড যেতে পারবেন পর্যটকরা

razzak

Leave a Comment

Translate »